
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:০৮ পিএম
জার্মানিতে মসজিদে অভিযান, ইসলামিক সেন্টার বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৪:৫৭ পিএম

আরও পড়ুন
পশ্চিমা এবং ইউরোপীয় দেশগুলোর ইসলামফোবিয়া নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইসলামিক সেন্টার হামবুর্গ বন্ধ করে দিয়েছে জার্মানি।
বুধবার জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার এ ঘোষণা দেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ন্যান্সি ফেসার জানিয়েছেন, সন্দেহমূলক কর্মকাণ্ড প্রচারের অভিযোগে হামবুর্গের ইসলামিক সেন্টারকে নিষিদ্ধ করা হবে।
অন্যদিকে জার্মান পুলিশ বাহিনীর কয়েক ডজন সদস্য বুধবার ভোরে হামবুর্গের ব্লু মসজিদে অভিযান চালায়।
ইয়াহু নিউজের প্রতিবেদন অনুযায়ী, উত্তর জার্মান শহরের আউটার অ্যালস্টার লেকের তীরে একটি কেন্দ্রীয় আপমার্কেট এলাকায় অবস্থিত মসজিদটি ইসলামিক সেন্টার হামবুর্গ পরিচালনা করে আসছে।
স্থানীয়ভাবে ব্লু মসজিদ নামে পরিচিত হলেও এটির আসল নাম ইমাম আলী মসজিদ। যা জার্মানির প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি।
তথ্যসূত্র: ইরনা।