Logo
Logo
×

আন্তর্জাতিক

হাসপাতালে ভর্তি ৯৯ বছর বয়সি মাহাথির

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৫:০৮ পিএম

হাসপাতালে ভর্তি ৯৯ বছর বয়সি মাহাথির

ছবি সংগৃহীত

‘প্রচণ্ড কাশি’ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।  দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন মাহাথির। চলতি বছরের শুরুতে থেকে এখন পর্যন্ত ৫৩ দিন হাসপাতালে কাটিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৮ জুলাই) মালয় মেইলের বরাত দিয়ে এ খবর জানিয়েছে জিও সুপার।

মাহাথিরের সহকারী সুফি ইউসুফ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন,  ‘আগামী কয়েকদিন মাহাথিরের চিকিৎসা করা হবে বলে আশা করা হচ্ছে।’

গত সপ্তাহে ৯৯ বছর পূর্ণ করেছেন মালয়েশিয়ার দু’বারের সাবেক প্রধানমন্ত্রী মাহাথির। আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে বিবেচিত করা হয় তাকে। মাত্র ২১ বছর বয়সে ১৯৪৬ সালে রাজনীতিতে তার হাতেখড়ি হয়। 

১৯২৫ সালের ১০ জুলাই রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ৪৪৫ কিলোমিটার দূরে কেদাহ রাজ্যে জন্মগ্রহণ করেন মাহাথির। ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে এরপর ৯২ বছর বয়সে ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি।  

২০০৩ সালের ৩০ অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন মাহাথির।  প্রথম দফায় একটানা ২২ বছর ক্ষমতায় ছিলেন তিনি। এই শাসনামলে মালয়েশিয়াকে অর্থনৈতিক উন্নয়নের শীর্ষে পৌঁছে দেন মাহাথির।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম