Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার নেতানিয়াহু ও ইসরাইলের 'অস্তিত্ব’ নিয়ে যা বললেন লিবারম্যান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৫:১৮ পিএম

এবার নেতানিয়াহু ও ইসরাইলের 'অস্তিত্ব’ নিয়ে যা বললেন লিবারম্যান

ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী এবং বর্তমান বিরোধীদলীয় নেতা এভিগডোর লিবারম্যান বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু যদি ক্ষমতায় থাকেন তাহলে ২০২৬ সালের মধ্যে ইসরাইল তার অস্তিত্ব হারাতে পারে। 

হিব্রু ভাষার দৈনিক পত্রিকা ‘মারিভ’কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেছেন। 

লিবারম্যান বলেন, ইসরাইলের অস্তিত্ব ধরে রাখতে নেতানিয়াহু অক্ষম এবং এ কারণে তিনি ইসরাইলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। 

ইসরাইলের সাবেক এই যুদ্ধমন্ত্রী বলেন, নেতানিয়াহু প্রাথমিকভাবে নিজের ক্ষমতা রক্ষার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। অথচ প্রতিষ্ঠার পর থেকে ইসরাইল এ মুহূর্তে রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তাগত বহুমাত্রিক সংকটের মধ্যদিয়ে সময় পার করছে, যা তার অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করেছে। 

সাক্ষাৎকারে লিবারম্যান ইসরাইলের চলমান রাজনৈতিক ব্যবস্থার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, এখন পুরো রাজনৈতিক ব্যবস্থা কয়েকটি গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য পরিচালিত হচ্ছে।

গাজায় গত কয়েকমাস ধরে যে যুদ্ধ চলছে তা নিয়েও নেতানিয়াহুর ভূমিকার সমালোচনা করেন লিবারম্যান। তিনি বলেন, নেতানিয়াহু গত ৭ অক্টোবর হামাসের অভিযান ঠেকাতে ব্যর্থ হয়েছেন।

এর আগে লিবারম্যান মন্ত্রিসভার পদত্যাগ দাবি করে বলেছিলেন, ক্ষমতা থেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিদায় ইসরাইলিদের জন্য পুরস্কার বলে বিবেচিত হবে। সূত্র: ইরনা

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম