Logo
Logo
×

আন্তর্জাতিক

বুলেট নয়, জবাব হোক ব্যালট: বাইডেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১২:১৮ পিএম

বুলেট নয়, জবাব হোক ব্যালট: বাইডেন

প্রেসিডেন্ট জো বাইডেন

এ বছরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন রাজনৈতিক পরিবেশ  উত্তপ্ত হয়ে উঠছে।  শুধু রাজনীতিকরাই নন, সাধারণ মানুষও সেই উত্তাপে গা গরম করছেন। সেই আবহেই শনিবার পেনসিলভেনিয়ার বাটলারের একটি সভায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। তারপর থেকেই ফুঁসছে গোটা আমেরিকা। 

ট্রাম্পের উপর হামলার ঘটনায় হিংসার বিরুদ্ধে একজোট হয়েছে আমেরিকা। শাসকদল থেকে শুরু করে বিরোধী- সকল নেতাই এই ধরনের হামলার বিরোধিতা করেছেন। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই ঘটনার ২৪ ঘণ্টা পর বিষয়টি নিয়ে দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। বললেন, ‘আমেরিকানরা একে অপরের শত্রু নয়, বন্ধু। যতই মতবিরোধ থাকুক না কেন।’ 

পাশাপাশি দেশবাসীকে শান্ত থাকার আবেদন জানিয়ে বাইডেনের বার্তা, ‘বুলেট নয়, মতপার্থক্যের জবাব ব্যালট বাক্সে দিন’।

‘ট্রাম্প এখনও ভালো আছেন, সুস্থ আছেন- এই কথা জানতে পেরে আমি খুবই কৃতজ্ঞ।'

এদিকে থমাস ম্যাথিউ ক্রুকসের গুলিতে নিহত কোরি কম্পেরাটোরের আত্মার শান্তি কামনা করেন বাইডেন। তিনি বলেন, ‘আমরা এখনও বন্দুকবাজের আসল উদ্দেশ্য জানি না।’ তবে আগেভাগেই ক্রুকসের উদ্দেশ্য সম্পর্কে জনমত তৈরির করতে বারণ করেন বাইডেন। 

তার দাবি, ‘ক্রমেই এই নির্বাচনের সঙ্গে যুক্ত আবেগ আরও উগ্র আকার ধারণ করতে পারে। তবে আমাদের এই আবেগ যেন সহিংসতায় পরিণত না হয়।’ উদ্ভূত পরিস্থিতিতে ভুল তথ্য থেকে বাঁচার জন্য মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম