Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পকে গুলি করা ব্যক্তির সম্পর্কে যা জানাল রয়টার্স

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:২৮ পিএম

ট্রাম্পকে গুলি করা ব্যক্তির সম্পর্কে যা জানাল রয়টার্স

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় শনিবার নির্বাচনি প্রচারণা চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যে ব্যক্তি ওই হামলা চালিয়েছে তার নাম-পরিচয় কিছুই প্রকাশ করা হয়নি। 

তবে পুলিশ জানিয়েছে, ট্রাম্পকে গুলি করা ব্যক্তি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে।

বন্দুকধারীর নাম-পরিচয় প্রকাশ করা না হলেও প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী তার কিছু ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। খবর রয়টার্সের। 

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ট্রাম্প, উঠেই বললেন ‘ফাইট’

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ট্রাম্প যেখানে বক্তৃতা দিচ্ছিলেন তার পাশেই একটি ছাদে ওই বন্দুকধারী দাঁড়িয়ে ছিলেন। সমাবেশে অংশ নেওয়াদের মধ্যে যারা ওই বন্দুকধারীকে দেখছিল তারা আইন প্রয়োগকারী সংস্থাকে জানায় এবং তাদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। 

অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, একজন বন্দুকধারী ধূসর টি-শার্ট পরিহিত অবস্থায় ট্রাম্পের জনসমাবেশের পাশে একটি ছাদে দাঁড়িয়ে ছিলেন। ট্রাম্প কথা বলার এক পর্যায়ে ওই ব্যক্তি চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায়। 

তবে সিক্রেট সার্ভিস জানিয়েছে, ট্রাম্পের জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা বলয়ের বাইরে থেকে এই গুলি চালানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শী রন মস বলেন, তিনি জনসমাবেশের মধ্যে ছিলেন। ওই সময় সামরিক পোশাক পরিহিত একজন ব্যক্তি তার দিকে দৌড়ে আসে। 

অসমর্থিত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ট্রাম্পের জনসভা থেকে এআর স্টাইলের রাইফেল উদ্ধার করা হয়েছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম