খান ইউনিসে ইসরাইলি গণহত্যা, যা বললেন হামাস নেতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৫:৪৪ পিএম
অধিকৃত গাজার পশ্চিম খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার বাস্তুশিবিরে মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত এবং ২৮৯ জন আহত হয়েছেন।
শনিবার গাজার স্বাস্থ্য বিভাগ সূত্রের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
হামাস ও গাজার সরকারি মিডিয়া অফিসও পৃথক বিবৃতিতে শনিবার দুপুরে এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি বিমান হামলায় বেসামরিক প্রতিরক্ষা কর্মীসহ তিন শতাধিক ফিলিস্তিনি হতাহত হয়েছেন।
এদিকে আল-মাওয়াসি এলাকায় চালানো ইসরাইলের এই বিমান হামলা ওই এলাকার হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।
তবে তাদের দাবি প্রত্যাখ্যান করে আবু জুহরি নামে হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইসরাইলি সেনাবাহিনীর রেডিও প্রতিবেদনে যে দাবি করা হয়েছে, তা অবাস্তব অসত্য।
তিনি বলেন, ‘আজকের হামলায় নিহত সবাই বেসামরিক নাগরিক এবং এটি একটি বর্বর গণহত্যা, যা যুক্তরাষ্ট্রের সমর্থনেই করা হয়েছে।
জুহরি এ সময় দাবি করে বলেন, এ হামলার মাধ্যমে স্পষ্টই বোঝা যাচ্ছে যে, দখলদার ইসরাইল আসলে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী নয়।
এর আগে, হামলার লক্ষ্য ‘খুবই তাৎপর্যপূর্ণ’ ছিল বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। নিজেদের রেডিও প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় বর্বর বাহিনীটি। তথ্য সূত্র: আল জাজিরা