গাজা সিটিতে আরও এক ইসরাইলি কমান্ডো নিহত
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৩:৫৭ পিএম
গাজায় হামাসের পাল্টা প্রতিরোধে প্রাণ হারালেন আরও এক ইসরাইলি কমান্ডো। মঙ্গলবার মধ্য গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির হামলায় মৃত্যু হয় তার। খবর টাইমস অব ইসরাইলের।
বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ইসরাইলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফ। ২১ বছর বয়সী ওই ইসরাইলি কমান্ডোর নাম তাল লাহাত। তিনি কেফার সাবা’র মাগলান ইউনিটের কমান্ডো হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে, গতকাল গাজা সিটিতে যুদ্ধের সময় আলেকযানদ্রোনি ব্রিগেডের দুই রিজার্ভ সেনা মারাত্মকভাবে আহত হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই দুই সেনা বোমার বিস্ফোরণে আহত হয়।
এর আগে, গত শনিবার (৬ জুলাই) খান ইউনিস এলাকায় অভিযান চালানোর সময়ে চার ইসরাইলি কমান্ডোর প্রাণহানির ঘটনা ঘটে।
প্রসঙ্গত, অবরুদ্ধ গাজা উপত্যকায় ৯ মাসের চলমান ইসরাইলি আগ্রাসনের জবাবে এ পর্যন্ত হামাসের হামলায় প্রাণ হারিয়েছে ৩২৭ ইসরায়েলি সেনা। আহত হয়েছে অন্তত ২ হাজার ১শ’ সেনা।