Logo
Logo
×

আন্তর্জাতিক

গ্রেফতার আতঙ্কে ইউরোপে যাত্রাবিরতি করবেন না নেতানিয়াহু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ১২:৪০ পিএম

গ্রেফতার আতঙ্কে ইউরোপে যাত্রাবিরতি করবেন না নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলি সেনাবাহিনীর হামলায় সরাসরি জড়িত দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যার ফলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আর এই অবস্থায় গ্রেফতারের ভয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে ইউরোপে যাত্রাবিরতি এড়িয়ে চলার কথা বিবেচনা করছেন নেতানিয়াহু।

আগামী ২৪ জুলাই মার্কিন কংগ্রেসে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর। সেই লক্ষ্যেই যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। সফরে হোয়াটই হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার। আর সেই সফরে যাওয়া নিয়েই এবার বিপদে পড়েছেন নেতানিয়াহু।

পুতিনকে থামাতে হবে, ন্যাটো সম্মেলনে হুঁশিয়ারি বাইডেনের

কেননা, যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ইউরোপে যাত্রাবিরতি দেওয়ার কথা ছিল নেতানিয়াহুর। আর এখন সেটি পারছেন না তিনি। কেননা, ইউরোপে যাত্রাবিরতি দিলে আইসিসির গ্রেফতারি পরোয়ানার ওপর ভিত্তি করে গ্রেফতারের শিকার হতে পারেন তিনি। কারণ গত ২০ মে আইসিসির প্রসিকিউটর করিম খান গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের ওপর গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। একই কারণে হামাসের প্রধান ইসমাইল হানিয়াসহ তিন শীর্ষ নেতার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে রাখা হয়েছে।

নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার বিষয়টি নিয়ে ইসরাইলি পাবলিক ব্রডকাস্টার কেএএন বলছে, নেতানিয়াহুর কার্যালয় ওয়াশিংটন যাওয়ার পথে ইউরোপে থামার বিষয়টি পর্যালোচনা করছে।  কারণ তার বিমানটি, উইং অফ জিওন নামে পরিচিত, যা যাত্রীদের পুরো বোঝা বহন করার সময় ট্রান্সআটলান্টিক ফ্লাইট করতে অক্ষম। স্বাভাবিকভাবেই তাই যাত্রাবিরতি নিতে হবে নেতানিয়াহুকে।

আর সেজন্য ইউরোপের অন্যদেশগুলো এড়িয়ে চেক প্রজাতন্ত্র বা হাঙ্গেরিতে যাত্রাবিরতি নেওয়ার বিষয়টি পর্যালোচনা করেছে তারা। কেননা, এই দুটি দেশ ইসরাইলের বন্ধু হিসাবে বেশ পরিচিত। আর সেটি না হলে   নেতানিয়াহুর কার্যলয় শেষ পর্যন্ত সীমিত সংখ্যক যাত্রী নিয়ে ওয়াশিংটনে সরাসরি ফ্লাইটে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে। কেননা, মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। কাজেই নেতানিয়াহুর গ্রেফতার ঠেকাতে পারবে না মার্কিন প্রশাসন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম