Logo
Logo
×

আন্তর্জাতিক

এক যুগ পর রিয়াদে নামল সিরিয়ার যাত্রীবাহী বিমান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৮:৪৩ পিএম

এক যুগ পর রিয়াদে নামল সিরিয়ার যাত্রীবাহী বিমান

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সিরিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার এক যুগ পর বুধবারই প্রথম সৌদি আরবে নামল সিরিয়ার বিমান। 

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ১০ জুলাই সিরিয়ান এয়ারলাইন্সের একটি বিমান কিছু যাত্রী নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্য দিয়ে দীর্ঘ ১২ বছর পর সৌদি আরব ও সিরিয়ার মধ্যে ফের সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু হলো। 

এ বিষয়ে সৌদি আরবে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত আয়মান সুসান বলেছেন, দুই ভাতৃপ্রতিম মুসলিম দেশের মধ্যে সম্পর্কের যে উন্নতি হচ্ছে, তার অংশ হিসেবে দুই দেশের মধ্যে বাণিজ্যিকভাবে বিমানের ফ্লাইট চালু করা হলো।

এর আগে সোমবার সিরিয়ার পরিবহণ মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে জানায়, চলতি বছর সিরিয়া থেকে সৌদি আরবে ৯৭টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এসব ফ্লাইটের মাধ্যমে জেদ্দা এবং পবিত্র মদিনা শহরে ১১ হাজার হাজিকে পরিবহণ করা হয়। 

তবে ২০১২ সালের পর এবারই প্রথম দুই দেশের মধ্যে বাণিজ্যিকভাবে বিমানের ফ্লাইট চালু হলো। সূত্র: আরব নিউজ

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম