Logo
Logo
×

আন্তর্জাতিক

রাজনৈতিক অনিশ্চয়তার মুখে ফ্রান্স

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১০:৪৮ পিএম

রাজনৈতিক অনিশ্চয়তার মুখে ফ্রান্স

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে জয় লাভ করেছে বামপন্থি জোট নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি)। দ্বিতীয় ধাপে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে প্রথম ধাপে এগিয়ে থাকা উগ্র ডানপন্থি দল ন্যাশনাল র‌্যালি (আরএন)। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যপন্থি জোট এনসেম্বল দ্বিতীয় হয়েছে এবং আরএনের অবস্থান তৃতীয়। চমক দিয়ে ফ্রান্সের নির্বাচনে এনএফপি সবচেয়ে বেশি আসন পেলেও এককভাবে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই পরিস্থিতিতে ফ্রান্স রাজনৈতিক অস্থিরতার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়। 

দেশটির ত্রিশঙ্কু পার্লামেন্টের জেরে ফ্রান্সের অর্থনীতি, শেয়ার বাজার, বৈদেশিক নীতির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি, হিন্দুস্তান টাইমস। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ফ্রান্সের পার্লামেন্টে ৫৭৭টি আসন আছে। মন্ত্রণালয় জানিয়েছে, নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) পেয়েছে ১৮২টি আসন, ম্যাক্রোঁর মধ্যপন্থি জোট এনসেম্বল পেয়েছে ১৬৩টি আসন এবং যারা ক্ষমতায় আসবে বলে ধারণা করা হচ্ছিল সেই ন্যাশনাল র‌্যালি (আরএন) ১৪৩টি আসনে জয় পেয়েছে। তবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কারণ দেশটিতে তিন দলের একসঙ্গে কাজ করার পূর্ব অভিজ্ঞতা দেখা যায়নি। ফ্রন্সে এখন কে হবেন প্রধানমন্ত্রী, ন্যাশনাল অ্যাসেম্বলিতে কে নেতৃত্ব দেবেন- এ নিয়ে রাজনৈতিক অচলাবস্থা শুরু হয়েছে। আগামী দিনগুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দর কষাকষি চলবে। এমন পরিস্থিতিতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি ম্যাক্রোঁ। অথচ ফ্রান্সে যে এরকম পরিস্থিতি হতে পারে, তা ভোটের আগে পর্যন্ত অনুমান করতে পারেনি রাজনৈতিক মহল।

ইউরোপিয়ান ইউনিয়নে অতি ডানপন্থিদের (ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিরা ছিলেন) দুর্দান্ত ফলাফল দেখে জাতীয় সংসদ ভেঙে দেন ম্যাক্রোঁ। সংশ্লিষ্ট মহলের ধারণা ছিল, অতি ডানপন্থিদের ন্যাশনাল র‌্যালিই এবার ক্ষমতায় আসবে। প্রথম রাউন্ডের ভোটগ্রহণ পর্বেও সেই ইঙ্গিতই মিলেছিল। সেক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথমবার ফ্রান্সে কোনো অতি ডানপন্থি দল ক্ষমতায় আসত। যে দলের অভিবাসনবিরোধী নীতিই মারিনদের জয়ের পথ প্রশস্ত করবে বলে অনুমান করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এরই মধ্যে পদত্যাগ করছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তার দল পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় সোমবার ম্যাক্রোঁর কাছে তার পদত্যাগের প্রস্তাব দেন আটাল। উল্লেখ্য, ৩০ জুন দেশটির প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম