Logo
Logo
×

আন্তর্জাতিক

দিনদুপুরে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ২০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৫:০৫ পিএম

দিনদুপুরে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ২০

ছবি সংগৃহীত

সোমবার দিনদুপুরে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় ইউক্রেনজুড়ে কমপক্ষে ২০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে আল আরাবিয়্যাহ। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, এই হামলায় কিয়েভের এক শিশু হাসপাতাল ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যতটা সম্ভব প্রাণহানি কমিয়ে আনতে সব সংস্থাগুলো কাজ করছে। রুশ বাহিনী বিভিন্ন শহর লক্ষ্য করে ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।  হামলায় বিভিন্ন শহরে অবকাঠামো, বাণিজ্যিক ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত করেছে। 

কিয়েভ শহরের মেয়র ওলেক্সান্ডার ভিলকুল কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীতে হামলায় সাতজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছে। অন্যদিকে জেলেনস্কির শহর ক্রিভি রিহে ১০ জন এবং ৩১ জন আহত হয়েছে।

দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, পূর্ব ইউক্রেনের পোকরভস্কে ক্ষেপনাস্ত্র হামলায় ৩ জন নিহত হয়েছে।

ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনায় ‘শান্তি’ ফেরাতে কিয়েভ এবং মস্কো সফরের করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।  গত শুক্রবার অরবানের সঙ্গে বৈঠকে পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ করার দিকে শর্তযুক্ত ইঙ্গিত দিয়েছিলেন।  কিন্তু এরপরপরই বড়সড় হামলা চালালো রাশিয়া।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো নিশ্চিত করেছেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে এটি সবচেয়ে ধংসাত্মক ছিল।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম