Logo
Logo
×

আন্তর্জাতিক

মুম্বাইয়ে চলন্ত ট্রেনের নিচে পড়েও বেঁচে গেলেন নারী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০২:৪০ পিএম

মুম্বাইয়ে চলন্ত ট্রেনের নিচে পড়েও বেঁচে গেলেন নারী

ছবি সংগৃহীত

মুম্বাইয়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়েছেন এক নারী যাত্রী। তবে অলৌকিকভাবে প্রাণে বেছে গেছেন তিনি।  আজ সকালে মুম্বাইয়ের বেলাপুর স্টেশনে এই ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

যাত্রীবহুল চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করে পা পিছলে পড়ে যান ওই নারী। ট্রেনটি তখন চালিয়ে নিচ্ছিলেন চালক। পরে প্ল্যাটফর্মের নিরাপত্তা কর্মীরদের সংকেত পেয়ে ট্রেনটি পেছনে যেতে শুরু করে। 

ট্রেন সরে যাওয়ার পর দেখা যায়, রক্তাক্ত পা নিয়ে রেললাইনের উপর পড়ে আছেন ওই নারী। দ্রুত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিড়িওতে দেখা যায়, সংকেত পেয়েই ট্রেনটি ধীরে ধীরে পেছনে যেতে শুরু করে। এমন পরিস্থিতিতে ওই নারীর ভাগ্যে কি ঘটছে তা দেখতে অন্যান্য যাত্রীরা ভিড় করে। 

এনডিটিভি তাদের প্রতিবেদনে নিশ্চিত করেছে, প্রাণে বেঁচে গেলেও ওই নারী তার পা হারিয়েছেন।

গত রাতে ভারী বর্ষণের ফলে মুম্বাই এবং এর কাছাকাছি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। শহরের লাইফলাইন হিসাবে বিবেচিত কুর্লা এবং চুনাভাট্টির মতো গুরুত্বপূর্ণ এলাকায় বন্যার কারণে লোকাল ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে। 
অনেক ট্রেন বাতিল এবং শিডিউল বিপর্যয়ের কারণে মুম্বাইতে কাজ করতে আসা কর্মজীবী মানুষদের পড়তে হয়েছে ভোগান্তিতে।

থানের থেকে আজ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা পরও বেলাপুর স্টেশন দিয়ে কোন ট্রেন যায়নি। ফলে ওই সব প্ল্যাটফর্মগুলো প্রচুর ভিড় জমে যায়। শেষমেশ যখন ট্রেন এসে পৌঁছায়, ওই নারী ভিড় ঠেলে উঠতে গিয়ে পড়ে যান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম