ভারতের গুজরাটে ভারি বৃষ্টিতে একটি ছয় তলা ভবন ধসে পড়েছে। এতে ১৫ জন আহত হয়েছেন এবং আরও অনেক মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।
শনিবার প্রদেশটির সুরাটের শচীন পালি গ্রামে এ ভবন ধসের ঘটনা ঘটে।
সংবাদমাধ্যমটি বলছে, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছেন। ঘটনাস্থলের ভিজ্যুয়ালে দেখা গেছে উদ্ধারকারী কর্মকর্তারা কংক্রিটের বিশাল খণ্ড সরিয়ে কাজ করছেন। একইসঙ্গে আটকা পড়াদের খোঁজ করছেন তারা।
ভারতীয় কর্মকর্তাদের মতে, আগে থেকেই ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল। গত কয়েকদিন ধরে এই এলাকায় ভারি বৃষ্টিপাতের পরে আজ এটি ধসে পড়েছে।