Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা উচিত: হুথি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৪:৫৪ পিএম

ইসরাইলকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা উচিত: হুথি

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, দখলদার ইসরাইল ফিলিস্তিনি জনগণের ওপর ভয়াবহ অপরাধযজ্ঞ চালাচ্ছে। অথচ আরব দেশগুলো বর্ণবাদী এই শক্তিকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করছে না। 

বৃহস্পতিবার এক ভাষণে তিনি এসব কথা বলেন। তার দাবি, আরব দেশগুলোর সন্ত্রাসী তালিকায় ইসরাইলের নাম থাকা উচিত। 

এ সময় মার্কিন নেতাদের কটাক্ষ করে আব্দুল মালিক আল হুথি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা মূলত ইসরাইলের প্রতি কে বেশি অনুগত- তা দেখানোর প্রতিযোগিতায় নেমেছেন। 

ইরানে দ্বিতীয় দফায় ভোট, যা বললেন খামেনি

আনসারুল্লাহ নেতা বলেন, আরব দেশগুলো হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে, আরব লীগও সংগঠনটিকে একইভাবে দেখত। যদিও সম্প্রতি তারা সেই তালিকা থেকে হিজবুল্লাহর নাম কেটে দিয়েছে। তবে আরব দেশগুলো দখলদার ইসরাইলের ভয়ঙ্কর অপরাধযজ্ঞ সত্ত্বেও তাদেরকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করে না।

হিজবুল্লাহর হামলায় ইসরাইলের শীর্ষ সেনা কর্মকর্তা নিহত 

চলমান গাজা পরিস্থিতিকে সবচেয়ে বিপজ্জনক উল্লেখ করে আবদুল মালিক আল-হুথি বলেন, গাজার প্রতি মনোযোগের অভাব হলো সবচেয়ে বিপজ্জনক সমস্যাগুলোর মধ্যে একটি, যা ইসরাইল আরবদের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করে আসছে। তথ্যসূত্র: ইরনা

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম