Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে দ্বিতীয় দফায় ভোট, যা বললেন খামেনি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৪:৩০ পিএম

ইরানে দ্বিতীয় দফায় ভোট, যা বললেন খামেনি

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়ে এখনও চলছে। এই ভোটে স্বপ্রণোদিতভাবে অংশ নেওয়ার জন্য ইরানি জনগণের প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। 

এদিন সকালের প্রথম দিকে ভোট দিয়ে সর্বোচ্চ নেতা বলেন, ‘আল্লাহর শুকরিয়া, এটা একটা শুভ দিন। আজকের দিনে আমাদের প্রিয় জনগণ গুরুত্বপূর্ণ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।’

খামেনি আরও বলেন, ‘আমি শুনেছি যে, মানুষের মধ্যে উদ্দীপনা বেড়েছে এবং এটা যদি সত্য হয়, তবে তা হবে আনন্দদায়ক।’

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘আমাদের জনগণ তাদের ভোট দেবে এবং সেরা প্রার্থীকে নির্বাচন করবে, ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রত্যেকের জন্য দ্বিতীয় দফার ভোট দেওয়ার প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে এবং ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সবশেষে তিনি তার দেশ ও জনগণের জন্য দোয়া করে বলেন, ‘জাতির উন্নতি ও সমৃদ্ধি হোক এবং যারা এই প্রচেষ্টায় অবদান রাখছেন, তারা সবাই মহান আল্লাহর রহমত ও করুণা লাভ করুন।’

এর আগে গত ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট হয়। পরে ফলাফলে দেখা যায়, কোনো প্রার্থীই এককভাবে ৫০ শতাংশ বা তার বেশি ভোট পাননি। 

আর এ কারণেই দেশটির সংবিধান অনুযায়ী আজ প্রথম দফায় সর্বোচ্চ ভোটপ্রাপ্তদের মধ্যে লড়াই হচ্ছে। দ্বিতীয় দফায় লড়াই করছেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান এবং কট্টরপন্থী হিসেবে পরিচিত সাইদ জালিলি। এ দুজনের মধ্য থেকে নিজেদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবে ইরানের জনগণ। 

উল্লেখ্য, প্রথম দফার নির্বাচনে মোট ভোট পড়ে ২ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ১৮৫টি। যা মোট ভোটারের ৩৯ দশমিক ৯২ শতাংশ। 

আজ হাজার হাজার মোবাইল কেন্দ্রসহ গোটা ইরানে প্রায় ৫৯ হাজার ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। পাশাপাশি ইরানি প্রবাসী নাগরিকরা যাতে নির্বাচনে অংশ নিতে পারেন- সেজন্য বিদেশেও শত শত ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। তথ্যসূত্র: ইরনা

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম