Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নির্বাচন

পরাজয় স্বীকার করে যা বললেন ঋষি সুনাক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ১০:৫৫ এএম

পরাজয় স্বীকার করে যা বললেন ঋষি সুনাক

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ৩৮১ আসনে জয় পেয়েছে লেবার পার্টি। সরকারি ফল আসার আগেই পরাজয় স্বীকার করে নিয়েছেন কনজারভেটিভ দলের নেতা ও প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

সেইসঙ্গে তিনি বলেছেন, আমি দুঃখিত। লেবার পার্টি সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে। 

তিনি লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে স্বাগত জানান এবং পরাজয় স্বীকার করেন। 

সুনাক বলেন, আজ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার হাত বদল হবে। ব্রিটিশ জনগণ গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। আমি এই পরাজয়ের দায় নিজের কাঁধে নিচ্ছি। 

যুক্তরাজ্যে নির্বাচনে টানা চতুর্থবার জিতলেন টিউলিপ সিদ্দিক

এর আগে, যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। টানা ১৫ ঘণ্টার ভোটগ্রহণ শেষে চলছে ভোটগণনা এবং ফল ঘোষণা।

তবে এর আগেই ফলাফলে জানা গেছে লেবার পার্টি ৩৮১ আসান পেয়েছে। জরিপে বলা হয়েছে, বিরোধী দল লেবার পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তবে সরকারি ফলাফল ঘোষণার আগেই পরাজয় স্বীকার করে নিয়েছেন ঋষি সুনাক। 

সূত্র: সিএনএন ও বিবিসি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম