ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে ভোটারের পাশাপাশি লক্ষ্যণীয়ভাবে চোখে পড়েছে কুকুরের উপস্থিতি। পাশাপাশি রয়েছে সাপ, ঘোড়া এমনকি বিড়ালও। বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে এমন চিত্র দেখা গেছে।
যুক্তরাজ্যের ৪০ হাজার ভোটকেন্দ্রে ভোট দিচ্ছে প্রায় দেড় লাখ মানুষ। দেশটিতে ভোটকেন্দ্রে যাওয়ার সময় ভোটারদের পোষা প্রাণি নিয়ে আসা সাধারণ ঘটনা। আর এই পোষা প্রাণিদের মধ্যে সাধারণত কুকুরই নিয়ে আসতে দেখা যায় অনেককে। তবে এবার কুকুরের উপস্থিতি দেখা গেছে অনেক বেশি।
যুক্তরাজ্যের নির্বাচন: যেসব দল থেকে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভুত ৩৪ প্রার্থীযুক্তরাজ্যের নির্বাচন: যেসব দল থেকে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভুত ৩৪ প্রার্থী ভোটকেন্দ্রগুলোর যেসব ছবি গণমাধ্যমে এসেছে তাতে কেবল দেখা গেছে কুকুর, কুকুর, আর কুকুর। ভোটকেন্দ্রের বাইরে তাদেরকে পাহারা দিয়ে এবং অপেক্ষা করে বসে থাকতে দেখা যায়।
ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলশ এবং নর্দান আইল্যান্ডে বৃহস্পতিবার মানুষ ভোট দিতে ভোটকেন্দ্রে যাচ্ছে। সঙ্গে যাচ্ছে তাদের পোষা অন্যান্য প্রাণিরাও। স্কটল্যান্ডে এক ভোটারকে সঙ্গে করে তার পোষা ঘোড়া নিয়ে আসতে দেখা যায়।
ডারবিশায়ারে এক ভোটার ভোটকেন্দ্রে নিয়ে আসেন তার পোষা বিড়ালকে। সাপ নিয়ে আসতে দেখা যায় আরেকজনকে। কেবল এবারই নয়, এর আগেও যুক্তরাজ্যে ভোটের দিনে ভোটারদেরকে পোষা প্রাণি হিসাবে মুরগিও নিয়ে আসতে দেখা গেছে।