Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলের আরও দুই সেনা নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৯:৫৯ পিএম

গাজায় ইসরাইলের আরও দুই সেনা নিহত

গাজায় আগ্রাসন চালাতে গিয়ে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরাইলের আরও দুই সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। এ ছাড়া আরও দুই সেনা আহত হয়েছেন।

বুধবার উত্তর গাজায় যুদ্ধ চলাকালে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরাইলি বাহিনী। 

এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, নিহত দুই সেনাই ক্যাপ্টেন পদমর্যাদার এবং এর মধ্যে একজন সপ্তম আর্মড ব্রিগেডের টিম কমান্ডার। 

বিবৃতিতে বলা হয়, ‘কিরিয়াত শমোনার ৭৫তম ব্যাটালিয়ন এবং ৭ম সা'র গোলানি ব্রিগেডের টিম কমান্ডার ২১ বছর বয়সি ক্যাপ্টেন ইলে এলিশা লুগাসি উত্তর গাজা উপত্যকায় যুদ্ধের সময় নিহত হয়েছেন।’

সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, চলমান যুদ্ধে একই ব্যাটালিয়নের আরও তিন সেনা গুরুতর আহত হন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। 

ইসরাইলের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গাজা শহরের শেজাইয়া এলাকায় হামাসের একটি অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে ইসরাইলের এই দুই সেনার মৃত্যু নিয়ে গাজায় নিহত ইসরাইলি সেনার সংখ্যা দাঁড়াল ৬৭৬-এ। তবে হামাস বলছে, ইসরাইলের সেনা নিহতের সংখ্যা এর চেয়ে ঢের বেশি। সূত্র: ইয়েনি শাফাক

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম