যুদ্ধ থামাতে সমঝোতার নতুন প্রস্তাব হামাসের, যাচাই করছে ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ১২:৪১ পিএম
ছবি সংগৃহীত
গাজায় যুদ্ধ থামাতে ইসরাইলের কাছে নতুন ফর্মুলা উপস্থাপন করেছে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস। যেখানে অস্ত্রবিরতি, জিম্মি মুক্তির রূপরেখা রয়েছে।
মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতারের কাছে প্রস্তাবটি পাঠিয়েছে হামাস। হামাসের এই প্রস্তাব যাচাই করার দেখার কথা স্বীকার করেছে ইসরাইল। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ।
ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ জানিয়েছে, যুদ্ধবিরতি এবং জিম্মিমুক্তি নিয়ে তারা হামাসের প্রস্তাব পেয়েছে। যুদ্ধকবলিত গাজায় হামাসের হাতে এখনো আনুমানিক প্রায় ১২০ জন জিম্মি বন্দি আছে। তাদের যে কোনো উপায়ে মুক্ত করার চাপ রয়েছে নেতানিয়াহু সরকারের উপর।
এক বিবৃতিতে মোসাদ বলেছে, ‘জিম্মি চুক্তির মধ্যস্থতাকারীদের আলোচনাকারী দল হামাস উত্থাপিত জিম্মি চুক্তির রূপরেখা ইসরায়েলকে অবহিত করেছে। ইসরায়েল এটি মূল্যায়ন করছে এবং মধ্যস্থতাকারীদের কাছে জবাব দেবে।’
বুধবার হামাসের একটি সূত্র জানিয়েছে, তাঁরা গাজায় যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারী পক্ষের সঙ্গে নতুন কিছু ফর্মুলা উপস্থাপন করেছেন। ওই প্রস্তাবে গাজা থেকে সব ধরণের সামরিক উপস্থিতি প্রত্যাহার চায় হামাস।
তবে এই প্রস্তাব কতটুকু ইসরাইলের কাছে গ্রহণযোগ্য হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ ইসরাইল চায় এমন শর্ত, যাতে পুনরায় সামরিক অভিযানের বৈধতা মিলে। উল্লেখ্য, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র।