ছবি : সংগৃহীত
২৭৭ জন যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ডেল্টা এয়ারলাইনসের একটি বিমান।
বুধবার (৩ জুলাই) নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইটের যাত্রীদের ‘নষ্ট খাবার’ পরিবেশন করার কারণে ডেল্টা ৩৩০ বিমানের ওই ফ্লাইটে ২৭৭ জন যাত্রী ছিল।
মঙ্গলবার (২ জুলাই) রাত ১১টার কিছু আগে ডেট্রয়েট মেট্রোপলিটন ওয়েন কাউন্টি বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে। পরবর্তীতে বিমানটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
ফ্লাইটরাডার ২৪ ডাটা জানিয়েছে, বিমানটি কানাডার নিউফাউন্ডল্যান্ডের দক্ষিণে একটি ফরাসি দ্বীপপুঞ্জ সেন্ট পিয়ের এবং মিকেলনের উপরে থাকা অবস্থায় পাইলট মেডিকেল বিশেষজ্ঞের সঙ্গে খাবার নিয়ে আলোচনার পরই বিমানটি জরুরি অবতরণ করান।
এদিকে ডেল্টা কর্তৃপক্ষ কীভাবে নষ্ট খাবার শনাক্ত করেছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি।
এছাড়া যাত্রীদের মধ্যে কতজন ওই খাবার খেয়েছেন এবং কতজন খাবার খেয়ে অসুস্থ হয়েছেন সে সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করেনি।
তবে নিউইয়র্ক ফায়ার বিভাগ জানিয়েছে, বিমানটি গত ৩ জুলাই নিরাপদে অবতরণ করে। যাত্রীদের মধ্যে ১২ জন অসুস্থ হলেও তারা চিকিৎসা সেবা নেওয়ার প্রয়োজন অনুভব করেনি।