Logo
Logo
×

আন্তর্জাতিক

দুর্নীতির মামলায় জামিন পেলেন বুশরা বিবি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১০:০২ পিএম

দুর্নীতির মামলায় জামিন পেলেন বুশরা বিবি

বুশরা বিবি। ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। মঙ্গলবার (২ জুলাই) রাওয়ালপিন্ডির এক বিশেষ আদালত তাকে জামিন দিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) আল-কাদির ইউনিভার্সিটি প্রজেক্ট ট্রাস্ট স্থাপনে ভূমি অধিগ্রহণকারীর কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে ইমরান খান, তার স্ত্রীসহ আরও সাতজনের বিরুদ্ধে একটি দুর্নীতি মামলা দায়ের করেছিল।

যদিও ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি- দুজনই তাদের বিরুদ্ধে দায়ের করা এ মামলাকে ভুয়া বলে দাবি করেছেন।

ইমরান খানের গ্রেফতার বিধিবহির্ভূত, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘ
 
জামিন পেলেও বুশরা বিবির এখনই মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। কারণ ইমরান খানের সঙ্গে তার বিয়েকে অবৈধ দাবি করে দায়ের করা ইদ্দত মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করছেন তিনি।

গত কয়েক মাসে পাকিস্তানের আদালত রাষ্ট্রীয় গোপনীয় তথ্য ফাঁস ও কোষাগার থেকে রাষ্ট্রীয় উপহার হাতিয়ে নেওয়া এবং বিক্রির অভিযোগে দায়ের করা দুটি মামলায় ইমরান খানের কারাদণ্ড স্থগিত করেছে।

তবে এখনো বেশ কয়েকটি মামলায় আদালতে লড়তে হচ্ছে ইমরান খান ও বুশরা বিবিকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম