Logo
Logo
×

আন্তর্জাতিক

নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো উ. কোরিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৯:৩০ পিএম

নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো উ. কোরিয়া

নতুন কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। সোমবার উড়ানোর স্থিতিশীলতা ও নির্ভুলতা যাচাইয়ের জন্য ওয়ারহেডসহ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। এই ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেড ৪.৫ টন বিস্ফোরক বহনে সক্ষম। 

মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, নতুন এ কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার নাম দেওয়া হয়েছে হোয়াসোংফো-১১ ডা-৪.৫। তবে প্রতিবেদনে ওয়ারহেডের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কেসিএনএ এর তথ্যানুসারে, জুলাই মাসে একই ধরনের ক্ষেপণাস্ত্রের আরেকটি পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া।

একদিন আগে উত্তর কোরিয়ার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর জানিয়েছিল দক্ষিণ কোরিয়া। দেশটি তখন বলেছিল, পরীক্ষার সময় দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি সম্ভবত উৎক্ষেপণের পরপরই ব্যর্থ হয়েছে এবং সেটি স্থলভাগে উড়ে গিয়ে বিস্ফোরিত হয়েছে।

তবে কেসিএনএ দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের বিষয়ে কোনো তথ্য উল্লেখ করেনি।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম