Logo
Logo
×

আন্তর্জাতিক

দক্ষিণ গাজায় ইসরাইলের আরেক সেনা নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৯:৩৯ পিএম

দক্ষিণ গাজায় ইসরাইলের আরেক সেনা নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে ভয়াবহ যুদ্ধে ইসরাইলের আরও এক সেনা নিহত হয়েছে। সোমবার ইসরাইলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। 

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, নিহত সেনার নাম সার্জেন্ট ওরি ইজ্জাক হাদাদ (২১)। তিনি বীরশেবা রেঞ্জের নাহল ব্রিগেডের ৯৩তম ব্যাটালিয়নে দায়িত্বরত ছিলেন। 

সোমবার ইসরাইলি সামরিক বাহিনীর প্রাথমিক তদন্ত প্রতিবেদন বলছে, একটি ভবনের ভেতর পেতে রাখা বোমার বিস্ফোরণে ওই সেনা নিহত হয়েছেন। 

এদিন হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় ওই ব্যাটালিয়নের আরও ৯ সেনা আহত হন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও নিশ্চিত করেছে আইডিএফ। 

এদিকে হাদাদের মৃত্যুর মধ্য দিয়ে গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরাইলের নিহত সেনার সংখ্যা দাঁড়াল ৩১৯। 

এর আগে হামাসের হাতে বন্দিদের উদ্ধার করতে গিয়ে ইসরাইলের যে পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন, এ সংখ্যার মধ্যে তিনিও রয়েছেন। এছাড়া গাজায় ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ের এক বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন। 

তবে হামাস বলছে, গাজায় নিহত ইসরাইলি সেনার সংখ্যা এর চেয়ে ঢের বেশি। 

এদিকে সোমবার গাজা উপত্যকা থেকে হামাস যোদ্ধারা ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে অন্তত ২০টি রকেট ছুঁড়েছে। যা গত কয়েক মাসের মধ্যে ইসরাইলের ওপর সবচেয়ে বেশি রকেট হামলার ঘটনা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম