অবিরাম বৃষ্টিতে মহারাষ্ট্রের রাস্তায় ৮ ফুট লম্বা কুমির! (ভিডিও)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৫:২০ পিএম
ছবি সংগৃহীত
অবিরাম বৃষ্টির সাক্ষী হয়েছেন অনেকেই। কিন্তু তাই বলে ব্যস্ত সড়কে কুমিরের দেখা! আশ্চর্য হলেও এমন ঘটনাই ঘটেছে ভারতে।
গত কয়েকদিন ধরে অঝোরে বৃষ্টি ঝরছে দেশটির মহারাষ্ট্রে রাজ্যের চিপলান ও রত্নগিরির বিভিন্ন জায়গায়। আর এতেই জনবহুল রাস্তায় উঠে এসেছে ৮ ফুট লম্বা কুমির! খবর এনডিটিভির।
Motorists in Ratnagiri encountered a crocodile that had strayed on to the road following heavy rains on Sunday. Video @Journoyogesh pic.twitter.com/OgwMvI5lGU
— HTMumbai (@HTMumbai) July 1, 2024
রাস্তায় কুমির উঠার দৃশ্যটি মুঠোফোনে ধারণ করেছেন গাড়িতে বসে থাকা এক যাত্রী। পরে সেটা ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, চিপলুনের রাস্তায় ধীরগতিতে পার হচ্ছে কুমির। এ নিয়ে নেটিজেনদের মাঝে কৌতহুল সৃষ্টি হয়।
চিপলুনে পাশেই রয়েছে শিব নদী। ধারণা করা হচ্ছে, টানা বৃষ্টিতে নদী থেকে বেরিয়ে এসেছে ওই কুমির। শিব নদীকে কুমিরের আবাস বলেই চেনা হয় ওই অঞ্চলে।
গত কয়েকদিন ধরে টানা বর্ষণে জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। স্থানীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রত্নাগিরি জেলায় বৃষ্টি চলবে ২ জুলাই পর্যন্ত।