Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে এক রাতে বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০১:১০ পিএম

পাকিস্তানে এক রাতে বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম

ছবি : সংগৃহীত

পেট্রোলিয়াম পণ্যের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে দেশটির অর্থ মন্ত্রণালয় পেট্রলের দাম প্রতি লিটারে ৭ টাকা ৪৫ পয়সা এবং দ্রুতগতির ডিজেলের দাম ৯ টাকা ৬০ পয়সা বৃদ্ধি করেছে। তেলের দামের বৈশ্বিক ওঠানামার মধ্যে ফেডারেল সরকারের নির্দেশনা অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অর্থমন্ত্রণালয়। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার মধ্যরাতের পর থেকে পেট্রল এবং ডিজেলের নতুন দাম কার্যকর হয়। 

বিজ্ঞপ্তি অনুসারে, পেট্রলের দাম প্রতি লিটারে ৭ টাকা ৪৫ পয়সা বাড়ানো হয়েছে। এতে করে ২৫৮ টাকা ১৬ পয়সা থেকে বেড়ে হয়েছে ২৬৫টাকা ৬১ পয়সা। হাই-স্পিড ডিজেলের দাম লিটার প্রতি ৯ টাকা ৬০ পয়সা বাড়ানো হয়েছে।  এতে করে ২৬৭ টাকা ৮৯ পয়সা থেকে বেড়ে হয়েছে ২৭৭ টাকা ৪৯ পয়সা। 

দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সংশোধিত মূল্য ১ জুলাই (সোমবার) থেকে কার্যকর হবে এবং আগামী পনেরো দিন পর্যন্ত প্রযোজ্য থাকবে। 

পেট্রোলিয়ামের দামের এই বৃদ্ধি পরিবহণ খরচ এবং পরিবারের বাজেটের প্রভাব সহ সারা দেশে ভোক্তাদের প্রভাবিত করতে পারে। সরকারের এই পদক্ষেপের লক্ষ্য হল আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং চলমান অর্থনৈতিক চাপের মধ্যে জ্বালানি খাতে স্থিতিশীলতা নিশ্চিত করা।

হঠাৎ করে সরকারে এ ঘোষণায় উচ্চ জ্বালানি খরচের সম্ভাব্য মুদ্রাস্ফীতির প্রভাব সম্পর্কে ব্যবসা এবং ভোক্তাসহ বিভিন্ন সেক্টরে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম