Logo
Logo
×

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বিয়ের অনুষ্ঠানসহ তিন স্থানে হামলা, নিহত ১৮

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৯:০২ এএম

নাইজেরিয়ায় বিয়ের অনুষ্ঠানসহ তিন স্থানে হামলা, নিহত ১৮

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার বোর্নো রাজ্যে একটি বিয়ের অনুষ্ঠানসহ তিনটি স্থানে আত্মঘাতী বোমা হামলায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪২ জন। 

শনিবার এসব হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

নাইজেরিয়া পুলিশের এক মুখপাত্র বলেন, গোওজা শহরে এক নারী হামলাকারী একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিস্ফোরণ ঘটায়। ওই নারী পিঠে একটি শিশুকে বেঁধে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। এর আগে ক্যামেরুন সীমান্তবর্তী শহরটিতে একটি হাসপাতাল ও শেষকৃত্য অনুষ্ঠানকে লক্ষ্য করেও হামলা চালানো হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এসব হামলায় ১৮ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। নাইজেরিয়া সরকারের কর্মকর্তা বারকিন্দো সাইদু বলেন, নিহতদের মধ্যে শিশু, পুরুষ, নারী ও অন্ত্বঃসত্ত্বা রয়েছেন। আহতদের মধ্যে ১৯ জনের অবস্থ গুরুতর। 

গোওজায় সামরিক বাহিনীকে সহায়তাকারী একটি মিলিশিয়া বাহিনী এক সদস্য জানিয়েছেন, তাদের তিন সেনা শনিবার হামলায় নিহত হয়েছে। যদিও কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই সংখ্যা নিশ্চিত করেনি।

২০১৪ সালে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম গোওজা দখল করে নেয়। পরের বছর চাদিয়ান বাহিনীর সহায়তায় নাইজেরিয়ার সামরিক বাহিনী আবারও শহরটির নিয়ন্ত্রণ নেয়।   

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সহিংসতায় ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। বাস্তচ্যুত হয়েছে প্রায় ২০ লাখ মানুষ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম