Logo
Logo
×

আন্তর্জাতিক

আঘাত পায়ে, গোপনাঙ্গে অস্ত্রোপচার করলেন চিকিৎসক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৫:২৮ এএম

আঘাত পায়ে, গোপনাঙ্গে অস্ত্রোপচার করলেন চিকিৎসক

পায়ের আঘাত পেয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শিশুকে। স্থানীয় হাসপাতালের চিকিৎসক পায়ের বদলে গোপনাঙ্গে অস্ত্রোপচার করেছেন বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার।

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের শাহাপুর এলাকার স্থানীয় এক হাসপাতালে এই ভুল অস্ত্রোপচারের অভিযোগ পাওয়া গেছে। 

ভুক্তভোগী শিশুটির পরিবারে শাহাপুর থানায় ওই হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ দায়ের করেছে। 

অভিযোগে বলা হয়েছে, অস্ত্রোপচারের দিন শিশুটি ছাড়াও একই বয়সের আরও তিনজনের অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। যে কারণে তারা বিভ্রান্তিতে পড়ে পায়ের আঘাতের স্থানের পরিবর্তে ভুলেই ৯ বছর বয়সী শিশুটির গোপনাঙ্গে অস্ত্রোপচার করেন।

তবে চিকিৎসকরা দাবি করেছেন, তারা পায়ে অস্ত্রোপচারের পাশাপাশি সঠিকভাবে শিশুটির খৎনা করেছেন। কারণ ছেলেটির পুরুষাঙ্গের আবরণ ত্বকে সমস্যা ছিল। 

এদিকে, এই ঘটনায় শিশুটির অভিভাবকের অভিযোগের পর থানের সিভিল হাসপাতালের সিভিল সার্জন তদন্ত শুরু করেছেন।

টাইমস অব ইন্ডিয়া বলেছে, ভুক্তভোগী শিশুটির পরিবার শাহাপুরের সারাভালি গ্রামের বসবাস করে। শিশুটির বাবা দিনমজুর এবং মা গৃহকর্মীর কাজ করেন। শিশুটি স্কুলগামী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম