Logo
Logo
×

আন্তর্জাতিক

পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক অবনমনের কথা বিবেচনা করছে রাশিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৯:৪৬ পিএম

পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক অবনমনের কথা বিবেচনা করছে রাশিয়া

ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের গভীরভাবে জড়িত থাকার কারণে পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সম্ভাব্য অবনমনের কথা বিবেচনা করছে রাশিয়া। যদিও এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘কূটনৈতিক সম্পর্কের স্তর কমানোর বিষয়টি এই রাষ্ট্রগুলোর জন্য একটি আদর্শ অভ্যাস, সেটা বন্ধুত্বপূর্ণ বা প্রতিকূল- যে পরিস্থিতিতেই হোক না কেন’।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের ক্রমবর্ধমান সম্পৃক্ততার কারণে, রুশ ফেডারেশন ইউক্রেনের সংকটে এই ধরনের বৈরী পশ্চিমা হস্তক্ষেপের প্রতিক্রিয়া জানাতে বিভিন্ন বিকল্প বিবেচনা করতে পারে না।

তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়ে পেসকভ বলেছেন, রাশিয়া এ বিষয়ে পশ্চিমাদের প্রতিক্রিয়া জানানোর বিভিন্ন উপায় বিবেচনা করছে। সূত্র: রয়টার্স

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম