Logo
Logo
×

আন্তর্জাতিক

মিমি-নুসরাতও ঘোরাঘুরি করত, রচনাকে নিয়ে কেন এ কথা সুদীপের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০১:৪৮ পিএম

মিমি-নুসরাতও ঘোরাঘুরি করত, রচনাকে নিয়ে কেন এ কথা সুদীপের

অভিনয় থেকে সঞ্চালনা, দুটোতেই সমান জনপ্রিয় রচনা বন্দ্যোপাধ্যায়। আর এবার রাজনীতির ময়দানে পা রেখেই বাজিমাত করেছেন রচনা। হুগলি থেকে বিপুল ভোটে জেতার পর মঙ্গলবার সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন তিনি। আর শপথ গ্রহণের পরপরই রাজনীতির একজন শিক্ষককেও পাশে পেয়ে গিয়েছেন তিনি।  

আর ইনি হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায়কে সংসদের খুঁটিনাটি শেখানোর দায়িত্ব নিয়েছেন তিনি।  এ বিষয় নিয়ে সংসদীয় অধিবেশন শেষে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দকে বলেন, প্রথম থেকে যে আগ্রহ প্রকাশ করেছে, প্রথমবারই যে পারফর্ম করার চেষ্টা করেছে তা ভালো। নিজেকে কতটা তৈরি করতে পারবে, তা অধ্যাবসায়ের ওপর নির্ভর করে। অনেকে বলেছেন, তবে পরে আর আসেননি। 

এই প্রসঙ্গ ধরেই সুদীপ বলেন, ‘আগে পার্লামেন্টে মিমি, নুসরাত খুব ঘোরাঘুরি করত আমার কাছে। প্রথম দিকটায় খুব উদ্যোগী ছিল ওরা। পরের দিকে পিঠে হাত দিয়ে বলত, দুবাই চলে যাচ্ছি শুটিংয়ে। তবে সেটা রচনা যাবে না, ও শিখতে চায়। সংসদ তো মাত্র তিনমাসের। ১০০ দিনও নয়। প্রত্যেককেই বলব, ভালো সাংসদ হওয়ার চেষ্টা করুন। মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করুন।’

তবে এ বিষয়ে রচনা অবশ্য বলতে চাননি। তার কথায়, তিনি শুধু নিজেরটুকুই বলতে পারেন। হুগলির মানুষ তাকে বিশ্বাস করে ভোট দিয়েছেন, তাই তাদের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম