Logo
Logo
×

আন্তর্জাতিক

ইমরান খান কবে মুক্তি পাচ্ছেন জানালেন শাহবাজের উপদেষ্টা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ০১:০৩ পিএম

ইমরান খান কবে মুক্তি পাচ্ছেন জানালেন শাহবাজের উপদেষ্টা

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ২৭ জুন কারাগার থেকে মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন শাহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা ও দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। 

সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইমরান খান ২৭ জুন কারাগার থেকে বের হতে পারেন, তবে সরকার তাকে যতদিন সম্ভব কারাগারে রাখার চেষ্টা করবে।

ইমরান কারাগার থেকে বেরিয়ে এলে ঝড় উঠবে না বলেও মন্তব্য করেন পাকিস্তানের সরকারদলীয় এ নেতা।   

রানা সানাউল্লাহ বলেন, ইমরান খানকে সংবিধান ও আইন অনুযায়ী কারাগারে রাখার চেষ্টা করা হবে, জোর করে নয়।

তিনি বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে বৈধ ও আইনি উপায়ে যেসব মামলা করা যায়, সেগুলোই কার্যকর করা হবে।

ইমরান খানের জেলে থাকাই মঙ্গল উল্লেখ করে রানা সানাউল্লাহ বলেন, দেশের মঙ্গল এখানেই, পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে আটকে রাখতে হবে, তিনি জেল থেকে বের হলে ঝড় উঠবে না, শুধু দু-তিনটি সভা-সমাবেশ হবে।

তিনি আরও বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা সংলাপ ও গণতন্ত্রে বিশ্বাস করেন না, তিনি যদি গণতন্ত্র নিয়ে এগিয়ে যান তাহলে তার সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো সমস্যা নেই।

সামা টিভি উর্দূ

তোশাখানা মামলা দ্রুত শুনানির জন্য সুপ্রিমকোর্টে ইমরান

 
Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম