Logo
Logo
×

আন্তর্জাতিক

পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনায় ইরান-রাশিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৪, ০৫:২৪ পিএম

পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনায় ইরান-রাশিয়া

ইরান এবং রাশিয়ার কূটনীতিকরা দুদেশের মধ্যে পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা করেছেন। 

সম্প্রতি মস্কোয় রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক মহাপরিচালক সাঈদ আলী মুসাভি এ আলোচনা করেন। যেখানে তারা দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও বিস্তৃত করার বিষয়ে কথা বলেন। 

এর আগে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছিলেন, মস্কো এবং তেহরান আন্তরিকভাবে বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে।

গত ১২ জুন রাশিয়ার নিঝনি নভোগোরোদ শহরে ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের অবকাশে এক সাক্ষাৎকারে আলী বাকেরি বলেন, ইরান এবং রাশিয়া হচ্ছে দুটি প্রতিবেশী দেশ, যাদের মধ্যে রয়েছে ঐতিহাসিক সম্পর্ক।

এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি পূর্ণাঙ্গ সহযোগিতা চুক্তি সই করার ব্যাপারে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: মেহের নিউজ

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম