তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি গ্রামে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া শুক্রবার জানিয়েছেন, বৃহস্পতিবার দিনের শেষে দিয়াবাকির প্রদেশের ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।
জোরালো বাতাসের কারণে তা দ্রুত পাঁচটি গ্রামে ছড়িয়ে পড়ে দাবানলের আকার ধারণ করে। দুর্ভাগ্যজনকভাবে দিয়াবাকির প্রদেশের ৩ জন ও মারদিনের ২ জন প্রাণ হারিয়েছেন। সিনহুয়া।