Logo
Logo
×

আন্তর্জাতিক

কৃষ্ণাঙ্গদের নিয়ে অশালীন ভাষা, সাময়িক বরখাস্ত এমপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৪, ১১:০০ পিএম

কৃষ্ণাঙ্গদের নিয়ে অশালীন ভাষা, সাময়িক বরখাস্ত এমপি

কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে সহিংস বর্ণবাদী ভাষা ব্যবহারের অভিযোগে দক্ষিণ আফ্রিকার ডেমোক্রেটিক এলায়েন্স (ডিএ) রেনাল্ডো গাউস, এমপি’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) তাকে দল থেকে এবং তার দায়িত্ব থেকে বরখাস্ত করেছে।

বৃহস্পতিবার ২০ জুন বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে সহিংস বর্ণবাদী ভাষা ব্যবহারের অভিযোগে (ডিএ) রেনাল্ডো গাউস, এমপি’কে সাময়িক বরখাস্ত করেছে।

প্রতিবেদনে বলা হয়, মূলত এই এমপির পুরনো একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। তাতে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে তাকে সহিংস ভাষা ব্যবহার করতে দেখা যায়।

তবে প্রথম থেকে রেনাল্ডো ভাইরাল ভিডিওটি মিথ্যা, বানোয়াট বলে উল্লেখ করেন। এছাড়াও তিনি অস্বীকার করেছিলেন এ বক্তব্য দেওয়ার বিষয়ে। কিন্তু তার দল ডিএ বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে তারা বলেছে, এই ভিডিও সঠিক। এটা ভুয়া ভিডিও নয়।

এখন থেকে এক সপ্তাহেরও কম সময় আগে পার্লামেন্টের একজন এমপি হিসেবে শপথ নিয়েছেন রোল্ডো গাউস। তিনি ওই ভিডিওতে কালো আফ্রিকানদের উদ্দেশ্য করে স্থানীয় পর্যায়ে ব্যবহৃত অশালীন শব্দ ব্যবহার করেন বারবার। বর্তমানে দক্ষিণ আফ্রিকায় যে জাতীয় ঐক্যের সরকার তার একটি অংশ এই ডিএ পার্টি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম