Logo
Logo
×

আন্তর্জাতিক

শাদে সামরিক গোলাবারুদের বিস্ফোরণে নিহত ৯, আহত ৪৬

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৫:১৯ পিএম

শাদে সামরিক গোলাবারুদের বিস্ফোরণে নিহত ৯, আহত ৪৬

ছবি: সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ শাদে গোলাবারুদের ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৯ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী আবদেলমাদজিদ আবদেরহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর, শাদের একটি সামরিক অস্ত্রাগারে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে। 

দেশটির স্বাস্থ্যমন্ত্রী আবদেলমাদজিদ আবদেরহিম বলেন, ওই ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে। কেননা যারা আহত হয়েছেন, তাদের অবস্থায় বেশ গুরুতর।

মঙ্গলবার রাতে রাজধানী এনজামেনার একটি সামরিক গোলাবারুদের ডিপোতে আগুন লাগে। এরপরই সেখানে লাগাতার বিস্ফোরণ ঘটে। শাদের পররাষ্ট্রমন্ত্রী কৌলামাল্লাহ আবদেরামান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা গেছে, বিস্ফোরণে কামানের গোলা উড়ে গিয়ে আশপাশের বাসিন্দাদের বাড়িঘরে পড়েছে।

শাদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সামরিক অস্ত্রাগারটি অবস্থিত। বিস্ফোরণের ঘটনায় সেখানে কোনো ক্ষতি হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম