প্রতীকী ছবি
ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কাশমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ৪ জনের প্রাণহানি এবং আহত হয়েছেন ১২০ জন।
স্থানীয় সময় সোমবার রাত দেড়টায় ইরানের কাশমার শহরে রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। খবর আল-আরাবিয়ার।
প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে বেশ কয়েকেটি জরাজীর্ণ ভবন ধসে পড়েছে। এতে আহত ৩৫ জন হাসপাতালে চিকিৎসাধীন।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।
ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ কয়েকটি বড় টেকটোনিক প্লেটের সীমানায় ইরানের অবস্থান। এজন্য দেশটিতে ঘন ঘন হালকা থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে মাঝে মাঝে দেশটিতে শক্তিশালী ভূমিকম্পও আঘাত হেনে থাকে।
ইরানে ১৯৯০ সালে ৭ দশমিক ৪ মাত্রার প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হেনেছিল। এ ভূমিকম্পে দেশটিতে ৪০ হাজারের বেশি মানুষ মারা যান এবং ৩ লাখের বেশি আহত হন। এতে দেশটির আরও পাঁচ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েন।