Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজা সংকট, জি৭ শীর্ষ সম্মেলনে কী করবেন এরদোগান? 

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ০১:৩২ পিএম

গাজা সংকট, জি৭ শীর্ষ সম্মেলনে কী করবেন এরদোগান? 

জি ৭ সম্মেলনে এরদোগান। ছবি : সংগৃহীত

গাজায় এখনো থামেনি ইজরাইলি আগ্রাসন। এরই মধ্যে গত ১৩ জুন ইতালির পুগলিয়া অঞ্চলে শুরু হয়েছে জি৭ শীর্ষ সম্মেলন। গাজা সংকট তুলে ধরতে এই সম্মেলনে যোগ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট, রিসেপ তাইয়্যেপ এরদোগান। 

আন্তর্জাতিক এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বিশ্ব নেতাদের সাথে যোগ দিয়েছেন তিনি। খবর হিরিয়াট ডেইলি নিউজের। 

তিন দিনের এ শীর্ষ সম্মেলনে এরদোগান গাজার জন্য কূটনৈতিক এবং মানবিক সহায়তা প্রচেষ্টা বাড়াতে তুরস্কের ভূমিকা তুলে ধরবেন। 

তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে, এরদোগান তার সফরের প্রথম দিনে ব্রাজিলের লুইজ ইনাসিও লুলা দা সিলভার সাথে দেখা করেছেন।

বৈঠকে তুরস্ক এবং ব্রাজিলের মধ্যে সম্পর্ক, গাজায় ইসরায়েলের নৃশংসতা এবং তা বন্ধ করার বিষয়ে আলোচনা করবেন। 

এরদোগান গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য জি৭ নেতাদের আহ্বান জানাবেন বলে আশা করা যাচ্ছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম