Logo
Logo
×

আন্তর্জাতিক

রাস্তা থেকে নদীতে পড়ে গেল টেম্পো ট্রাভেলার, ১৪ জনের প্রাণহানি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৬:২৬ পিএম

রাস্তা থেকে নদীতে পড়ে গেল টেম্পো ট্রাভেলার, ১৪ জনের প্রাণহানি

ভারতের উত্তরাখণ্ডে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় ২৩ যাত্রী নিয়ে অলকানন্দা নদীতে পড়ে গেছে টেম্পো ট্রাভেলার। শনিবার সকালে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের এ দুর্ঘটনায় ১৪ যাত্রীর প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন অনেকে।

রাজ্যটির বিপর্যয় মোকাবিলা বাহিনীর কমান্ড্যান্ট মণিকান্ত মিশ্র জানিয়েছেন, এদিন সকালে ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়ক ধরে যাচ্ছিল টেম্পো ট্রাভেলারটি। এ সময় ওই গাড়িতে চড়ে গাজ়িয়াবাদ থেকে চোপতায় যাচ্ছিলেন যাত্রীরা। সকাল সাড়ে ১১টার দিকে রুদ্রপ্রয়াগ শহরের অদূরে পাহাড়ি রাস্তায় বাঁক ঘুরতে গিয়েই ঘটে যায় দুর্ঘটনা। মনে করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যার ফলে পাহাড় থেকে গড়িয়ে অলকানন্দা নদীতে পড়ে যায় গাড়িটি।

খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় প্রশাসনের কর্মী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঋষিকেশ এমইস মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামি। তিনি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। নিজের সরকারি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ধামি লিখেছেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তার চরণে যেন মৃতদের আত্মাকে আশ্রয় দেন। মৃতদের পরিবারকে এই কষ্ট সহ্য করার শক্তি দিন। আহতদের দ্রুত আরোগ্য চেয়ে বাবা কেদারের কাছে প্রার্থনা করছি।’ সূত্র: এনডিটিভি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম