Logo
Logo
×

আন্তর্জাতিক

বয়স ৩০ না হলে রেস্তোরাঁয় ঢুকতে মানা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৫:১৭ এএম

বয়স ৩০ না হলে রেস্তোরাঁয় ঢুকতে মানা

রেস্তোরাঁয় খেতে যাওয়া অনেকেরই শখ। তবে এমনও রেস্তোরাঁ আছে যেখানে বয়সের কারণে হয়তো যে কেউ চাইলেই ঢুকতে পারবে না।

সম্প্রতি এমনই নিয়মের কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রেস্তোরাঁ। যেখানে কোনো নারীর বয়স ৩০ না পেরোলে ঢুকতে পারবেন না। পুরুষদের পেরোতে হবে ৩৫-এর গণ্ডি। তাহলেই মিলবে রেস্তোরাঁয় ঢোকার ছাড়পত্র।

নতুন নিয়ম জানিয়ে নিজেদের ফেসবুক পেজে পোস্টও করেছে কর্তৃপক্ষ। সেই পোস্ট ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক।

ফেসবুক পোস্টটিতে বলা হয়, এই নিয়ম অতিথিদের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে। বেশ কয়েকজন আবার এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম