Logo
Logo
×

আন্তর্জাতিক

৩ বছর পর ক্যাপিটল হিলে ট্রাম্প

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ১০:৪৬ পিএম

৩ বছর পর ক্যাপিটল হিলে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন এলাকা অর্থাৎ ক্যাপিটল হিল সফরে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি তার সমর্থকরা সেখানে ভাঙচুর চালানোর ৩ বছরের বেশি সময় পর সেখানে গেলেন তিনি। 

স্থানীয় সময় বৃহস্পতিবার নিজ দল রিপাবলিকান পার্টির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতেই সেখানে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য মনোনীত প্রার্থী ঐক্যের ক্যাপিটল হিলে দলের নেতাদের সঙ্গে বৈঠকে বার্তা দিয়েছেন, তিনি দলের মধ্যকার যে কোনো দীর্ঘস্থায়ী বিরোধের সমাধান খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন। পরে তিনি ২০০ ব্যবসায়ী নেতার সঙ্গেও সাক্ষাৎ করেন। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম