Logo
Logo
×

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় যাচ্ছেন পুতিন, কী বলছে বাইডেন প্রশাসন?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৭:০৬ পিএম

উত্তর কোরিয়ায় যাচ্ছেন পুতিন, কী বলছে বাইডেন প্রশাসন?

ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের জন্য নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছেন। কয়েক দিনের মধ্যে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং সফর করবেন রুশ প্রেসিডেন্ট। এই সংবাদ জানার পর নড়েচড়ে বেসেছে বাইডেন প্রশাসন। খবর আনাদুলু এজেন্সির। 

একদিকে পুতিন অপর দিকে কিম জং উন দুই পরাশক্তি একত্রিত হয়ে কিছু করবে বিষয়টি খুব সহজেই নিচ্ছে না বাইডেন প্রশাসন।  

মার্কিন কর্মকর্তারা পুতিনের উত্তর কোরিয়ায় সম্ভাব্য সফর নিয়ে আলোচনা করেছেন দক্ষিণ কোরিয়ার সঙ্গেও। 

মার্কিন কর্মকর্তাদের দাবি কয়েকদিনের মধ্যই পিয়ংইয়ং সফর করবেন পুতিন। পাশাপাশি ভিয়েতনাম সফরের পরিকল্পনা করছেন পুতিন।

দক্ষিণ কোরিয়ার প্রথম ভাইস পররাষ্ট্রমন্ত্রী কিম হং-কিউন বলেছেন, পুতিনের সফর পিয়ংইয়ং এবং মস্কো দুদেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়াতে পারে। যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে।

দক্ষিণ কোরিয়ার কেবিএস ওয়ার্ল্ড টিভির খবরে বলা হয়েছে, হং-কিউন মার্কিন উপ-রাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেলের সঙ্গে ফোন আলাপের সময় এ মন্তব্য করেন। তিনি ওয়াশিংটনের পূর্ণ সমর্থন আশা করেন।

উত্তর কোরিয়ার নেতা গত বছর রাশিয়ায় রাষ্ট্রীয় সফর করেছিলেন এবং ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর যুদ্ধের মধ্যে তাদের সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম