Logo
Logo
×

আন্তর্জাতিক

ইমরানের সাজা বাতিলের রায়কে চ্যালেঞ্জ সরকারের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৫:০৬ পিএম

ইমরানের সাজা বাতিলের রায়কে চ্যালেঞ্জ সরকারের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সাজা বাতিলের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে ফেডারেল সরকার। 

বৃহস্পতিবার রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় তাদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে এ মামলায় দোষী সাব্যস্ত করে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে প্রতিষ্ঠিত একটি বিশেষ আদালত। বিচারক আবুল হাসনাত জুলকারনাইন তাদের প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে আপিল করেন তারা।
এরপরই গত সপ্তাহে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এ মামলায় তাদের দুজনকে খালাসের রায় দেন।

এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর আইন বিষয়ক মুখপাত্র ব্যারিস্টার আকিল মালিক বলেছেন, ইসলামাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন।

প্রসিকিউশনের যুক্তি, ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বিশেষ আদালতের বিচারকের রায়ের বিরুদ্ধে আপিল করার বিধান রাখেনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম