ভারতের জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার শেষ রাতে জম্মু-কাশ্মীরের দোদারের একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শেষ পাওয়া খবর পর্যন্ত পাঁচ সেনা সদস্য ও এক স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) আহত হয়েছেন। এখনও সেখানে নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলি চলছে বলে জানিয়েছে পুলিশ।
জম্মু-কাশ্মীর জ়োনের এক উচ্চপদস্থ পুলিশ অফিসার আনন্দ জৈন বলেন, মঙ্গলবার রাতে কাঠুয়া এবং দোদারে সন্ত্রাসীরা জোড়া হামলা চালায়। দোদারের ছত্তরগালা এলাকার সেনাঘাঁটি লক্ষ্য করে গোলা বর্ষণ শুরু করে তারা। তবে পাল্টা জবাব দেয় সেনারা। দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলছে।
সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে সন্ত্রাসীরা পাহাড়ের ওপরের দিকে পালিয়ে গেছে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে। তবে যৌথ বাহিনীর জওয়ানরা তাদের পিছু নিয়েছে। হামলাকারীদের ধরতে সকালেও অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
এর আগে কাঠুয়া বিভাগে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় একজন নিহত ও দুইজন আহত হন। এর কয়েক ঘণ্টা পরই সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। এই নিয়ে সাম্প্রতিক সময়ে জম্মু ও কাশ্মীরে তৃতীয় হামলার ঘটনা ঘটল।
তিনদিন আগে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে গুলি ছোড়ে সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় বাস চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি গিরিখাদে পড়ে। এতে অন্তত ৯ জন নিহত হন। যাদের সবাই তীর্থযাত্রী ছিলেন।