Logo
Logo
×

আন্তর্জাতিক

নীতীশকে প্রধানমন্ত্রীর পদ প্রস্তাব করেছিল ‘ইন্ডিয়া’ জোট!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৮:৩৭ পিএম

নীতীশকে প্রধানমন্ত্রীর পদ প্রস্তাব করেছিল ‘ইন্ডিয়া’ জোট!

বিহারের মুখ্যমন্ত্রী ও জনতা দল-ইউনাইটেডের (জেডি-ইউ) নেতা নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল ‘ইন্ডিয়া’ জোট।  শনিবার জেডি-ইউর নেতা কেসি ত্যাগী এই দাবি করেছেন। তবে কংগ্রেস তা অস্বীকার করেছে।

কেসি ত্যাগী বলেন, নীতীশ কুমার ইন্ডিয়া জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। এমন ব্যক্তিরাই নীতীশকে এই প্রস্তাব দিয়েছিলেন, যারা তাকে ইন্ডিয়া জোটের আহ্বায়ক করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আমরা এনডিএ জোটের সঙ্গে ওতপ্রোতভাবে আছি।

তবে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এক সংবাদ সম্মেলনে কেসি ত্যাগীর এমন দাবি সম্পর্কে বলেন, ইন্ডিয়া জোট নীতীশকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল, এমন কোনো তথ্য দলের জানা নেই। তিনি বলেন, আমরা এ ধরনের কিছু জানি না। যিনি বলছেন, তিনিই শুধু এ দাবি সম্পর্কে জানেন।

ত্যাগী জানিয়েছেন, ইন্ডিয়া জোটের তরফ থেকে যে সব প্রলোভন দেখানো হয়েছিল তার কোনোটাই মানা হয়নি। 

তিনি বলেন, কংগ্রেস ও তাদের সহযোগীরা যেভাবে আমাদের নেতার সঙ্গে ব্যবহার করেছেন তাতে আমরা কষ্ট পেয়েছি। আমাদের সেকারণে অন্য পথ নিতে হয়েছিল। যারা একটা সময় ভেবেছিলেন যে ইন্ডিয়া জোটের আহ্বায়ক হিসাবে যথাযথ নন নীতীশ কুমার তাকেই এবার প্রধানমন্ত্রীর পদ দেওয়ার জন্য বলা হচ্ছিল। কিন্তু জেডিইউ এসব প্রত্যাখান করেছে।.কিন্তু রাহুল গান্ধীকে বাদ দিয়ে নীতীশ কুমারকে কেন এই অফার তা নিয়েও প্রশ্ন রয়েছে। 

ভারতের এবারের লোকসভা নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২৪০ আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ২৭২ আসন। তবে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ পেয়েছে ২৯৩ আসন।

কংগ্রেস পেয়েছে ৯৯ আসন। দুই স্বতন্ত্র এমপি তাদের দলে যোগদানের ঘোষণা দিয়েছেন। কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে ২৩৩ আসন।

নীতীশের জেডি-ইউ ও অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি (টিডিপি) এনডিএর গুরুত্বপূর্ণ শরিক। দল দুটির সমর্থন ছাড়া বিজেপির পক্ষে সরকার গঠন এক ধরনের অসম্ভব ছিল। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম