Logo
Logo
×

আন্তর্জাতিক

ভোট না দেওয়ায় বাড়ির সামনে ফেলা হল ময়লা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ০৮:৩৬ পিএম

ভোট না দেওয়ায় বাড়ির সামনে ফেলা হল ময়লা

ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়ায় একটি বাড়ির গেটের সামনে আবর্জনা ফেলে রাখার অভিযোগ উঠেছে। 

অভিযোগ উঠেছে পৌরসভার যে গাড়ি বাড়িগুলো বাড়ি বাগিড় গিয়ে ময়লা সংগ্রহ করে সেরকম একটি গাড়িতে করে ময়লা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বেলেঘাটার প্রধান সড়কের একটি বাড়ির সামনে ফেলা হয়। 

বিষয়টি নিয়ে তৃণমূলের কঠোর সমালোচনা করছে বিজেপি। 

শুক্রবারি যে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তৃণমূলকে আক্রমণ করেছিল বিজেপি, শনিবার সেই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে। শুভম নামে এক ব্যক্তি দুটি ছবি পোস্ট করে দাবি করেন, ওই আবাসনের ৫৪৩ জন মানুষ তৃণমূলকে ভোট দেননি। তাই শাস্তি হিসেবে আবাসনের সামনে আবর্জনা ফেলা হয়েছে।

সেই পোস্টের নীচে নিজেকে তৃণমূলের তথ্যপ্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়া সেলের রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে দাবি করা নীলাঞ্জন নামে এক ব্যক্তি লেখেন, ‘প্রতিশোধের অহিংস উপায়।’ সেই সঙ্গে হাসতে-হাসতে চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার দুটি ইমোজি দেন নীলাঞ্জন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম