Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলের প্রতি পশ্চিমা সমর্থন বন্ধ করলেই ফিলিস্তিনি ট্র্যাজেডি বন্ধ হবে: ইরান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ১২:৩৯ পিএম

ইসরাইলের প্রতি পশ্চিমা সমর্থন বন্ধ করলেই ফিলিস্তিনি ট্র্যাজেডি বন্ধ হবে: ইরান

ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপের অটুট সমর্থনের নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। তিনি বলেছেন, ইসরাইলের প্রতি পশ্চিমা সমর্থন বন্ধ করলেই ফিলিস্তিন ভূখণ্ডে উদ্ভূত ভয়াবহ ট্র্যাজেডি বন্ধ হবে।

শুক্রবার সামাজিকমাধ্যম এক্স-এ ইইউ পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেলকে উদ্ধৃত করে তিনি এসব কথা বলেন। খবর তাসনিম নিউজের।

নাসের কানানি বলেন, গাজা থেকে বারবার যে সহিংসতা রিপোর্টগুলো দেখা যাচ্ছে, সেখানে দুর্ভোগ এখনো লাখ লাখ নিরীহ বেসামরিক ফিলিস্তিনিদের জন্য একমাত্র বাস্তবতা। এই ভয়ঙ্কর অবস্থার সংবাদ অবশ্যই স্বাধীনভাবে তদন্ত করা উচিত। যেটি আন্তর্জাতিক বিচার আদালতের আদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে।

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭৭ ফিলিস্তিনি

তিনি বলেন, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের, বিশেষ করে নারী ও শিশুদের বিরুদ্ধে বর্ণবাদী ইসরাইলি বর্বরতা ও নির্বিচারে হত্যার বিষয়ে বিশ্বের প্রত্যেকের কাছে স্পষ্ট। অবশ্যই এটি চরম হতাশাজনক এবং মারাত্মক অপরাধ।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সমর্থনে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বেদনাদায়ক ট্র্যাজেডি এবং বেপরোয়া ও নৃশংস সহিংসতা চালাচ্ছে ইসরাইল। শুধু তাদের সমর্থন বন্ধ হলে এই সংঘাত অবসান ঘটাতে পারে।

এর আগে শুক্রবার তেহরানে জুমার খুতবায় আল-আকসা তুফান অভিযানের বিভিন্ন দিক তুলে ধরার সময় দেশটির প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকী বলেন, এ অভিযানের ফলে কিছু দেশের সঙ্গে দখলদার ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা ভেস্তে গেছে এবং তা কখনই আর আগের অবস্থায় ফিরবে না।

তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযান পাশ্চাত্যের কথিত লিবারেল ডেমোক্রেসি এবং ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্বের ওপর অপূরণীয় আঘাত হানতে সক্ষম হয়েছে। পশ্চিমা বিশ্লেষকরাও বলছেন ইহুদিবাদ বা জায়নবাদ গলে যাচ্ছে এবং বিলীন হয়ে যাচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম