Logo
Logo
×

আন্তর্জাতিক

রাহুলকে নিয়ে আবেগে ভাসছেন প্রিয়াংকা!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৪, ০৪:০৮ পিএম

রাহুলকে নিয়ে আবেগে ভাসছেন প্রিয়াংকা!

২০২৩ সালের জানুয়ারিতে ভারত জোড়ো যাত্রায় রাহুল ও প্রিয়াঙ্কা। ফাইল ছবি

এবার কংগ্রেসের ফল ভালো হতেই মুখ খুললেন প্রিয়াংকা গান্ধী ভদ্র। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন— 'তুমি সবসময় দৃঢভাবে দাঁড়িয়েছিলে। তারা কী বললেন, তারা কী করলেন সেটা কোনো ব্যাপার নয়। তুমি কখনো পেছন ফিরে তাকাওনি। তুমি সত্যের জন্য লড়াই ছেড়ে বেরিয়ে আসোনি। তারা একের পর এক মিথ্যে ছড়িয়ে গেছে। তারা তোমার দিকে বারবার রাগ, ঘৃণা ছড়িয়ে দিয়েছে। 

কিন্তু তার বিনিময়ে তুমি সেটা ফিরিয়ে দাওনি। তুমি ভালোবাসা, সত্যি আর হৃদয়ের দয়াশীলতার সঙ্গে লড়াই চালিয়ে গেছ। যারা এতদিন তোমায় দেখতে পাননি, তারা এবার তোমায় দেখতে পাবেন। কিন্তু আমরা কয়েকজন জানি তুমি সবার থেকে সাহসী। রাহুল গান্ধী আমি তোমার বোন হিসাবে গর্বিত।' এর পরই তিনি লাভ সাইন দেন।

বারবার আক্রমণ নেমে এসেছিল। বারবার তাকে কটাক্ষ করেছেন বিজেপির পোড় খাওয়া নেতৃত্ব। কিন্তু তারপরও নিজের অবস্থান থেকে সরে আসেননি রাহুল গান্ধী। আর ঝড় বিধ্বস্ত সেই দিনগুলোতে বারবার পাশে থেকেছেন প্রিয়াংকা গান্ধী। সভায় সমিতিতে রাস্তায় ভার জোড়ো যাত্রায় বারবার দেখা গেছে রাহুল প্রিয়াংকাকে।

ভাইয়ের প্রতি বোনের এই স্নেহ, এই ভালোবাসা নিঃসন্দেহে ভারতের পরিবারের একটি বিশেষ দিক। তবে সবসময় দেখা দিয়েছে দাদা রাহুলের পাশে সবসময় থেকেছেন প্রিয়াংকা। রাহুলের বিরুদ্ধে যখনই আঙুল তুলেছেন বিজেপির নেতৃত্ব, তখনই তার পাশে দাঁড়িয়েছেন প্রিয়াংকা।

এদিকে এবার ভোটে দাঁড়াননি প্রিয়াংকা গান্ধী। কিন্তু সবসময় থেকেছেন রাহুলের পাশে। এ নিয়েও সমালোচনার পাত্র হতে হয়েছে তাকে। আর রাহুল ৪ তারিখ ফল প্রকাশের পর বলেন, ‘উত্তরপ্রদেশের নির্বাচনি লড়াইয়ে আমার বোন প্রিয়াংকার একটি বড় ভূমিকা ছিল।’ 

তিনি আরও বলেন, ‘উত্তরপ্রদেশের মানুষ চমৎকার ভূমিকা নিয়েছেন। ইউপির লোকেরা দেশের রাজনীতি ও সংবিধানের বিপদ বুঝতে পেরেছিলেন, তারা সংবিধানকে রক্ষা করলেন। কংগ্রেস পার্টি এবং ভারত জোটকে সমর্থন করার জন্য তাদের ধন্যবাদ জানাই।’

এদিকে নিজের জয় ও কংগ্রেসের ভালো ফল হওয়ার পর রাহুল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন— ‘এই নির্বাচন ছিল সংবিধান বাঁচানোর লড়াই। তারা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বাতিল করেছিল, একজন মুখ্যমন্ত্রীকে জেলে ভরেছিল। বিরোধী দলগুলো নানানভাবে আক্রমণ করেছিল বিজেপি সরকার, তখন আমার মনে হয়েছিল, ভারতীয়রা সংবিধানের জন্য একসঙ্গে লড়াই করবে। আজ এটি সত্য প্রমাণিত হলো।’

সূত্র : হিদুস্থান টাইমস

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম