বন্ধ হবে ‘দিদি নাম্বার ওয়ান’? ভোটে জিতে যা বললেন রচনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০৭:২২ পিএম
প্রথমবার রাজনীতির ময়দানে নেমেই বাজিমাত করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। ছবি- সংগৃহীত
প্রথমবার রাজনীতির ময়দানে নেমেই বাজিমাত করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। অষ্টাদশ লোকসভা নির্বাচনে হুগলি আসন থেকে তৃণমূলের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। জেতার পরই সবাইকে ধন্যবাদ জানান অভিনেত্রী। সেই সঙ্গে ‘দিদি নাম্বার ওয়ান’ শোয়ের ভবিষ্যৎ নিয়েও অকপট রচনা।
ভোটে জেতার ঘোর এখনও কাটেনি। হুগলিতেই অবস্থান করছেন তিনি। বুধবার সকালে স্থানীয় মন্দিরেও যান। সেখান থেকেই কলকাতায় উদ্দেশে রওনা দেন রচনা। জয়ের পরের দিনটা কেমন লাগছে? জিজ্ঞেস করতেই জানালেন, ‘ভালো লাগছে, সব থেকে ভালো লাগছে তৃণমূলের এই জয়।’
নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন পর্দারই বন্ধু সহকর্মী লকেট চট্টোপাধ্যায়। তাকে হারিয়েছেন। তবে নিজে জিতে অন্যকে খাটো করায় বিশ্বাসী নন রচনা। বরং আগামী পাঁচ বছর হুগলির জন্য একগুচ্ছ পরিকল্পনা রয়েছে তার। যারা বিশ্বাস করে ভোট দিয়েছেন, তাদের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ নায়িকা। অবশ্য এই মুহূর্তে কলকাতায় ফিরে আগে ছেলের সঙ্গে কটা দিন কাটাবেন।
রচনা বলেন, ‘গত কয়েক মাসে একদম সময় দিতে পারিনি ছেলেকে। জেতার পর আমাকে বলেছে, ‘মা, আমাকে এবার সময় দেবে’। ওকে নিয়ে ঘুরতে যাব আগে।’
সেই সঙ্গে স্বামী ও বড় ভাইকে কৃতিত্ব দিতেও ভোলেননি। অভিনেত্রীর কথায়, ‘আমার এই জয়ের কৃতিত্ব দেব প্রবালকে (অভিনেত্রীর স্বামী) ও অশেষ পালকে (অভিনেত্রীর বড় ভাই)। এই দু’জন অক্লান্ত পরিশ্রম করেছে।’
সাংসদ হিসেবে নতুন দায়িত্ব নিতে হচ্ছে। তবে কি ‘দিদি নাম্বার ওয়ান’ শোয়ের ভবিষৎ অনিশ্চিত? এমন প্রশ্নে অভয় দিয়ে রচনা বললেন, ‘কোনো দিকেই অসুবিধা হবে না। দুই দিকের দায়িত্বই পালন করব। হয়তো কষ্ট হবে, তবুও করতে পারব নিশ্চিত।’
তথ্যসূত্র-আনন্দবাজার।