একই বিমানে দিল্লিতে নীতীশ-যাদব, বাড়ছে জল্পনা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০৫:৪৫ পিএম
এবারের নির্বাচনের ফলে বিজেপি একক ভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। অর্থাৎ, কেন্দ্রে সরকার গড়তে মোদিকে নির্ভর করতে হবে এনডিএর দুই শরিক, চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি (টিডিপি) এবং নীতীশ কুমারের জেডিইউর ওপর। তাই রাতারাতি দর বেড়ে গিয়েছে তাদের।
নীতীশ কুমার কোনদিকে থাকবেন? বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পরে সেটাই এখন ভারতের রাজনীতিতে লাখ টাকার প্রশ্ন হয়ে উঠেছে। সেই প্রশ্নের উত্তর আসার আগেই একই বিমানে পাটনা থেকে দিল্লি গেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ এবং বিরোধী দলনেতা তেজস্বী যাদব।
নীতীশের ঠিক পিছনেই বসেন আরজেডি নেতা। যদিও, তারা আলাদা আলাদা দু’টি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন। নীতীশ দিল্লি যাচ্ছেন এনডিএ শরিকদলগুলোর সঙ্গে বৈঠক করতে। তেজস্বী বৈঠকে বসবেন ‘ইন্ডিয়া’র শরিকদের সঙ্গে। তবে বিহার থেকে একই বিমানে চেপে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন তারা।
এ দু’জনেই কোনো মন্তব্য করতে চাননি। তবে এর জেরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক জল্পনা। জল্পনা শুরু হয়েছে যে তাহলে কি নরেন্দ্র মোদির এনডিএয়ের ‘বিমান’ ছেড়ে বিরোধীদের ইন্ডিয়া জোটের ‘বিমানের’ সওয়ারি হলেন নীতীশ?
যদিও সেরকম কোনো সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন নীতীশের দলের নেতারা। জেডিইউয়ের এক নেতা জানান, এনডিএ জোটের গুরুত্বপূর্ণ নেতা হলেন নীতীশ। এনডিএ জোটের বৈঠকে যোগ দিতেই দিল্লিতে যাচ্ছেন। তার কথায়, জেডিইউয়ের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক কেসি ত্যাগী। জেডিইউ এনডিএতে ছিল এবং এনডিএতে থাকবে।
সর্বশেষ লোকসভা নির্বাচনে এনডিএ মোট ২৯২টি আসন জিতেছে। তার মধ্যে বিজেপি পেয়েছে ২৪০টি আসন। অন্যদিকে, বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট পেয়েছে ২৩৪টি আসন। উল্লেখযোগ্য ভাবে আসনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কংগ্রেসের।
লোকসভা আসনের সংখ্যার হিসাব অনুযায়ী, সব কিছু ঠিক থাকলে কেন্দ্রে সরকার গড়বে এনডিএ। যদিও নির্বাচনের ফলাফল প্রকাশের একদিন পর দিল্লিতে এখন চলছে মেরুকরণের খেলা। সরকার ভাঙতে-গড়তে তৎপর হয়ে উঠেছে দু’পক্ষই।
নরেন্দ্র মোদি কি জোট সরকার চালাতে পারবেন?