Logo
Logo
×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ভোট বেড়েছে তৃণমূলের, কমেছে বিজেপির

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০৬:৪৫ পিএম

পশ্চিমবঙ্গে ভোট বেড়েছে তৃণমূলের, কমেছে বিজেপির

ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যে চলছে ভোট গণনা।  এ রাজ্যে ১৭ রাউন্ড ভোট গণনার মধ্যে অর্ধেক ভোট গণনা শেষে দেখা যাচ্ছে তাতে বিজেপির চেয়ে সবক্ষেত্রেই এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস।  বেলা ২টায় দেওয়া নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, ২০১৯ সালের নির্বাচনের তুলনায় ৩ শতাংশ ভোট বেড়েছে তৃণমূলের।  অন্যদিকে ক্ষমতাসিন দল বিজেপির ভোট কমেছে ৩ দশমিক ২ শতাংশ।

সবশেষ ২০১৯ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল পেয়েছিল ৪৩ দশমিক ৩ শতাংশ ভোট।  যা এবার বেড়ে দাড়িয়েছে ৪৬ দশমিক ৯ শতাংশে।  অন্যদিকে গত নির্বাচনে বিপেজি যেখানে ভোট পেয়েছিল ৪০ দশমিক ৭ শতাংশ।  তা এই নির্বাচনে কমে নেমে গেছে ৩৭ দশমিক ৫ শতাংশে।  অর্থাৎ বিজেপির ভোট কমেছে ৩ দশমিক ২ শতাংশ।  যদিও নির্বাচনের আগে বুথফেরত জরিপে বলা হয়েছিল যে এবার রাজ্যে বিজেপির ২ থেকে ৩ শতাংশ ভোট বাড়বে। 

অর্থাৎ তৃণমূলের তুলনায় কেন্দ্রের ক্ষমতাসীন দলটি পিছিয়ে রয়েছে গতবারের তুলনায় প্রায় অর্ধেক আসনে। গতবার নির্বাচনে বিজেপি যেখানে পেয়েছিল ১৮ আসন, সেখানে এখন তারা এগিয়ে রয়েছে মাত্র ১০ আসনে।  অন্যদিকে ২০টি আসন পাওয়া তৃণমূল এবার রাজ্যের ৪২ টি আসনের মধ্যে ৩১টিতেই এগিয়ে রয়েছে।

এর বাইরে ভোট কমেছে সিপিএইএম ও কংগ্রেহের। ২০১৯ সালের তুলনায় ১ শতাংশ ভোট কমেছে কংগ্রেসের। এই রাজ্য থেকে কংগ্রেস একটি আসনও পাবে কিনা সেটি নিয়েই দেখা দিয়েছে শঙ্কা।  আর এই শঙ্কা সত্যি হয় কিনা সেটি দেখতে অপেক্ষা করতে হবে বাকি অর্ধেক ভোট গণনা পর্যন্ত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম