Logo
Logo
×

আন্তর্জাতিক

কমিশন ঘোষিত ৫৩ আসনে বিজেপি-কংগ্রেস কে কত আসন পেল?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০৬:৩৪ পিএম

কমিশন ঘোষিত ৫৩ আসনে বিজেপি-কংগ্রেস কে কত আসন পেল?

লোকসভা নির্বাচন ২০২৪-এর চূড়ান্ত ফল ঘোষণা করছে ভারতের নির্বাচন কমিশন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষিত ৫০ আসনের মধ্যে ৩৬টিই জিতেছে ক্ষমতাসীন দল বিজেপি। আর কংগ্রেস জিতেছে ৯টি আসনে। 

বিবিসি জানিয়েছে, মোদির এনডিএ জোট এখন পর্যন্ত মোট ২৯৪টি আসনে এগিয়ে রয়েছে, যার মধ্যে বিজেপি এককভাবে এগিয়ে আছে ২৪১টি আসনে। অন্যদিকে, রাহুল গান্ধীর ইন্ডিয়া জোট এগিয়ে আছে ২৩২টি আসনে। এর মধ্যে কংগ্রেস এককভাবে এগিয়ে রয়েছে ৯৯টি আসনে।

এখন পর্যন্ত পাওয়া ভোটের বুথ ফেরত ফলাফলে দেখা যাচ্ছে যে, বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ জোট ভারতের পরবর্তী সরকার গঠনের দৌড়ে বেশ এগিয়ে রয়েছে।

অন্যদিকে, তাদের প্রতিপক্ষ কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া জোট এক্ষেত্রে খানিকটা পিছিয়ে থাকলেও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রূপে আবির্ভূত হয়েছে।

বুথ ফেরত জরিপের পূর্বাভাসও ছিল যে এনডিএ জোট ৪০০ আসনে জয়ী হতে যাচ্ছে। কিন্তু আদতে তা হচ্ছে না।

চলতি লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের বারাণসী থেকে জিতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৬ লাখ ৯২ হাজার ১৭০।

ওই আসনে তার বিপরীতে লড়েছেন কংগ্রেসের প্রবীণ নেতা অজয় রাই। প্রধানমন্ত্রী মোদি তাকে ১ লাখ ৫২হাজার ৫১৩টি ভোটে পরাজিত করেছেন।  রাই পেয়েছেন ৪৬০৪৫৭টি ভোট।

অন্যদিকে বিজেপি নেতা অমিত শাহ প্রায় সাড়ে ৭ লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। গুজরাটের গান্ধীনগর আসনে তিনি ভোট পেয়েছেন ১০ লাখ ১০ হাজার ৯৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সোনাল রামানভাই প্যাটেল পেয়েছেন দুই লাখ ৬৬ হাজার ২৫৬ ভোট।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম